‘বেলি’—তুমি অন্য এক নারী
আমার যখন কিছুই ভাল লাগে না,
তোমার কাছে ফিরে আসি—
তুমি আমার কবিতা, তা’ জেনেছি ।
তোমাকে ছেড়ে থাকার যন্ত্রণা বুঝেছি বলেই
আজ পিছু ফিরে দেখা ।
সৌদি-দাসী জীবনের চেয়ে
বাংলার ভাঙা কুঁড়ে-ঘরে যে সুখ,
তা’ তোমাকে দেখেই শিখেছি ।
নারী-জীবন অসহায়া,
নিত্য  দারিদ্র-নির্ভর—
এ নিষ্ঠুর সত্য, আজ তোমার জীবনে ।
তবুও পথের শেষে, আশার আলো—
মাটির প্রদীপ শিখা জ্বলে উঠল—
তোমার সেই ভাঙা কুটির প্রাঙ্গণে ।
একদিন আসব আমি, তোমার পায়ে হেঁটে-চলা
সবুজ বাংলার মেঠো পথ ধ’রে—
শুধু একবার তোমাকে দেখার জন্যই !!