আমি থাহি আন্দামান
বাড়ি পূর্ব পাকিস্তান
গিন্নি যাবে বাপের বাড়ি, করল অভিমান।।


হাউড়ী কয় কাইন্দা-কাইট্যা আয়রে বাছাধন---
তোদের তরে ক্যামন্ ক্যামন্ করছে আমার মন।
বুড়োর জ্বালায় পারিনা আর, দেখবে মেয়ে জামাই-ধন।
গিন্নি যাবে বাপের বাড়ি, করল অভিমান।।


বনের ধারে ঘর বান্ধিলাম,নিজের জমি নাই----
সুপুরি,সবজী,নারকেল বেইচ্যা দুই মুঠা ভাত খাই।
ট্যাহা-পয়সা নাইকো কাছে,ক্যামনে রাহি গিন্নির মান!
গিন্নি যাবে বাপের বাড়ি, করল অভিমান।।


ফরেস্ট-বাবু আইস্যা করল,এক নোটিশ জারি
সরকার নাকি কইয়া দিছে,ভাঙতে ঘরবাড়ি।
তাই, অন্নদায়ি গাছপালা সব,কাইট্যা করল খান্ খান্।
গিন্নি যাবে বাপের বাড়ি, করল অভিমান।।


বাচ্চা-কাচ্চা লইয়া এহন, কোয়ানে দাঁড়াই!
বন্ধু-বান্ধব যারা ছিল কেউ তো কাছে নাই।
কোয়ানে যাই, ভাইব্যা না পাই,মরুভূমি কি শ্মশান!
গিন্নি যাবে বাপের বাড়ি,করল অভিমান।।


গায়েন বলে--- বাস্তুহারা, বস্তু ওরা নয়---
ওরাও মানুষ জেনেও তবু, দেখাস্ কেন ভয়?
যদি, কবরে স্থান পায়রে মুর্দা--
জিন্দা ব্যক্তির কোথায় স্থান?
বল্ জিন্দা ব্যক্তির কোথায় স্থান?
গিন্নি যাবে বাপের বাড়ি,করল অভিমান!!