বন্ধু অরুণ কুমার / রইসউদ্দিন
সকালের প্রার্থনা-মঞ্চ থেকে প্রতিদিনের মতো
সবেমাত্র সঙ্গীত-কক্ষে ঢুকেছি;
বন্ধু অরুণ কুমারের অভিবাদন—
‘শুভ সকাল ! গায়েন, কেমন আছ?’
বললাম— ‘বেশ, ভাল ! আর, তুমি?’
বন্ধু বলল—‘আমিও বেশ আছি!
তবে, তোমার কাছে একটা আবেদন আছে—
একটা গান যদি আমাকে দিতে পার...’
কথা শেষ না হতেই, আমি বললাম--
‘এত, বিনয়ের কী হ’ল ? বলে ফেলো, কী গান?’
বন্ধু বলল—‘মন চল নিজ নিকেতনে’।
কথামতো, পরদিন সকালে,
গানটি দেওয়ায় খুব খুশি হ’ল !
বিশেষ একটা কাজের জন্য ছুটি নিয়ে
আমি, কলকাতার বাড়িতে এসেছিলাম
একদিন বন্ধুর ফোন এল—
‘আমার বিদায়সভায় কিন্তু
তোমার লেখা মানপত্র চাই’।
বললাম--'বেশ, তো তাই হবে।'
আমার ইতিবাচক উত্তর পেয়ে
অরূণ খুব খুশি হ’ল ।...
কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলা যে
অরুণের জীবনে চলছিল,
তা’ আমার কল্পনাতেও ছিল না ।
হঠাৎ গ্রন্থাগারিক চিত্ত বাবুর ফোন এল,
আমার কাছে—‘অরুণ আর নেই’!......
(অসমাপ্ত)