দামাল ছেলে
রইসউদ্দিন গায়েন
কার্ তরে তুই কাঁদিস্ মাগো ব্যথাতুর প্রাণে?
বুঝি ফিরলোনা তোর দামাল ছেলে গিয়ে রণাঙ্গণে!
দেশকে স্বাধীন করবে ব'লে,
দুঃসাহসিক নিজের বলে,
হিটলার দিল সঙ্গ,রাখলো জাপান উচ্চাসনে॥ কার তরে তুই কাঁদিস...
রাসবিহারীর স্নেহাসনে,
সিঙ্গাপুরে ফৌজগঠনে,
মহানায়ক সে বীর সুভাষ,মহামুক্তিরণে॥ কার তরে তুই কাঁদিস...
বিশ্বযুদ্ধে হারলো জার্মান,
বোমা বিদ্ধস্ত হ'ল জাপান,
(তাই)আজাদ্ হিন্দ্ অন্নাভাবে,থামলো বিষাদ মনে॥কার তরে তুই কাঁদিস..
স্টালিনকে বন্ধু ভেবে,চড়লো জাপান-রথে,
নিরাশার অন্ধকারে সাইবেরিয়ার পথে,
ফিরলোনা আর মায়ের কোলে,হারালো কোন্ ক্ষণে॥কার তরে তুই কাঁদিস