আবার এসেছে একুশের ডাক ভাষা-শহিদ স্মরণে
এই সোনালি সূর্যও ছিল সেদিন---
আজ এসেছে ঘুম ভাঙাতে;
কৃষ্ণচূড়ার রঙে সাজাতে শহিদ-বেদী।
প্রথম রশ্মিপাতের নীরব প্রতিফলন,
চোখ ধাঁধানো অরুণালোক,
দ্বীপ-বাঙালির চোখে-মুখে-বুকে।
হায়! গভীর সুখনিদ্রা----
করুণ আহ্বান একুশে সকালের!
বুলেটের হুহুঙ্কারেও নিষ্ক্রিয় শ্রবণেন্দ্রীয়।
অগ্নিশর্মা ধর্মবণিক, একচোখোরা নিরাশ---
নির্লজ্জ প্রশ্ন-- ‘রফিক,সালাম, জাব্বার,বরকত-রা শুধু?
অন্য নামের সূচি?’
এখানে মাতৃবাণী শোকাকুলা,মাতৃভাষার নির্বাসন!
তবু ওপারের ডাক আজও আসে---
ফিরে যায় রমণার মাঠে, আশাহত একুশ!
একুশের স্বর্ণালি সকাল বয়ে যায়,ফাল্গুনী হাওয়ায়--
অপরাহ্নে শোকাবহ মিছিল;
প্রতিবাদী ঝড়--- দমকা হাওয়ায় ভেসে যাই না কেন
সৃষ্টিনেশায় মাতৃভাষার স্রোতে, এপার থেকে ওপারে--
সেই একুশের ডাকে।।