গদির লোভে দেশভাগ করলো যে মহাজন
তাকে কি তুই করবি পূজা বল্ রে অভাজন?
সত্যাগ্রহী ছিল যে দেশ একতার বন্ধনে----
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-শিখের মিলনতীর্থস্থানে।
প্রাচীন ভারত মায়ের সে রূপ, দেখি না আর এখন।।
............................................................।
মাউন্ট ব্যাটেনের দুর্বুদ্ধিতে, নেহেরুর সুবুদ্ধিতে,
গদি লোভের লালসাতে,হ’ল ভারত-পাকিস্তান।
গোপনে কেঁদেছিল তাই গান্ধিজী'র প্রাণ!
সুভাষ যদি আসতো ফিরে, গাইতো আবার সিন্ধুতীরে,
‘এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু-মুসলমান’।
স্বদেশবাসী করতো তাঁরে বিজয় মাল্যদান।।