মায়ের পূজায়(গান)


মায়ের পূজায়—
মানুষ আসে যায়
বলো কিসের আশায়—বলো কিসের আশায়।।?


কাকে শোনাবো মনের কথা আজ এ খুশির দিনে!
আমার কথা কি শুনবে ওরা ভাবি মনে মনে!
ভাঙা কুটিরে মা দুখিনী কাঁদে ক্ষুধার জ্বালায়—
আমি কেমনে সেজে-গুজে আসি রঙের মেলায়!!?


আলোরই রোশনীতে কত রঙিন হ’ল ভ্রমর—
মাতাল হ’য়ে যে কোমর দোলায়,নেশায় হ’য়ে বিভোর।
অন্ধ ছেলেটা পেতেছে হাত শুধু দয়ার আশায়—
কেউ কি দেবে গো ভালোবাসা আজ এ মহৎ সভায়।।?


ছিন্ন পোশাকে এল বুঝি জেলে পাড়ার মেয়ে—
মাটির পুতুল সে কিনবে ব’লে একটি টাকা নিয়ে
কেউ তো দিলনা একটি পুতুল ফিরলো মনের ব্যথায়
মায়ের চোখে যে অশ্রু ঝরে কেউ তা’ দেখেনা হায়!!


ব্রেকড্যান্স্ হবে কি ফিল্মী গান তা’ ভাবছে যুবকেরা
ভক্তিগীতি কি কীর্তণ হবে ভাবছে বাবা-মা রা।
গায়েন কাঁদে যে গানের ভারে বোঝা নামাই কোথায়!
শ্রীরাম-ডাকে আসলি শুধু,এলিনা আমার কথায়!!