মানুষের গান:-(এই কবিতা/গান বাংলাদেশ-বেতারে প্রচারিত একটি গানের প্রতি আকৃষ্ট হয়ে লেখা)
তুমি কি শুনেছ কভু মানুষের হাহাকার?
দুখের জীবনে করুণ নয়নে ফিরে চায় বারেবার॥
আমি যে শুনেছি বাতাসের গানে মানুষের ইতিহাস-
সাগরের বুকে কলকল তানে শোনা যায় হাহুতাশ!
আকাশের কোণে ঘনঘটা জাগে গরজায় শতবার-
দুখের জীবনে করুণ নয়নে ফিরে চায় বারেবার॥
মাটির ফসল যায়না কখনও কৃষকের ঘরে ঘরে-
বিধাতার কাছে ফরিয়াদ করে নীরব আর্তস্বরে!
আমি যে দেখেছি ফুটপাথে থাকা শিশুর ফুঁপিয়ে কাঁদা-
অর্ধনগ্ন নরনারী দেহ জমাট ধুলোয় বাঁধা।
বিধাতার কানে যায়নাকো বুঝি মানুষের শোকস্বর!
দুখের জীবনে করুণ নয়নে ফিরে চায় বারেবার॥
জীবনের পথে অনেক পথিক মানুষের দ্বারে দ্বারে-
সর্বহারার দূ:খ-সুখের গান গেয়ে গেয়ে ফেরে!
আমি য়ে শুনেছি পথহারা এক পাখির কণ্ঠে গান-
প্রেম দিয়ে প্রেম পেতে চেয়েছিল পেল শুধু অপমান!
গায়েন দাঁড়িয়ে সাগরের তীরে সাথী নেই কেহ তার।
দুখের জীবনে করুণ নয়নে ফিরে চায় বারেবার॥