বিড়ালের অধিকার/ কঙ্কন মন্ডল
ম্যাঁও ম্যাঁও ম্যাঁও!
মাছের কাঁটাগুলো আমাকে দ্যাঁও।
তুমি না হয় আসল মাছটুকুই খেলে
আমি খুশি হবো শুধু কাঁটাটুকু পেলে।
তুমি খাচ্ছ মূল্যবান থালে---
উচ্ছিষ্ট অংশ দিচ্ছ মাটিতে ফেলে।
তাই খেয়ে হবে আমার জীবন ধন্য
ওটুকুই যথেষ্ট আমার বেঁচে থাকার জন্য।
তুমি খাচ্ছ টেবিলের ওপর,
চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে--
আমাকে স্থান দিলে ধুলিমাখা
মেঝের ওপর তোমার পদমূলে।
শীতের রাতে তুমি নিদ্রায় বিভোর,
কাঠের পালঙ্কে নরম তোষকের ওপর,
গরম কম্বলে সর্বাঙ্গ মুড়ে।
আমাকে ঘুমোতে দিলে,ঘরের এক কোণে
নোংরা আবর্জনা ভরা, স্তুপের ওপরে।
ভুলে যেওনা আমিও ঈশ্বরের সৃষ্টি,
একটি প্রাণী তোমার মতো।
আমারও আছে বেঁচে থাকার অধিকার
আর পাঁচজনের মতো।
তোমার মতো আমারও আছে
ক্ষুধা-তৃষ্ণা-দুঃখ-বেদনা।--
আছে শান্তি,আছে তৃপ্তি,
আছে প্রেম,আছে স্বান্তনা।।