ছন্দে আন্দামান/রইসউদ্দিন গায়েন
সবুজ সোনায় গড়া এ দ্বীপ নীল সাগরের কূলে
নীল আকাশে মেঘ পরীরা ভাসছে হেলেদুলে।
বনে বনে পাখিরা গায় নীল সবুজের গান
ক্ষণে ক্ষণে শণশনিয়ে হাওয়ায় ওঠে তান।
দূর পাহাড়ে ওই দেখা যায় নারিকেলের বন
পাগল হাওয়া ডাক দিয়ে যায় ব্যাকুল হ’ল মন।
সকালবেলা সোনালি রোদ রঙের ঝিলিমিলি
সবুজ সবুজ পাতারা সব হাসছে খিলিখিলি।
নাম না জানা পাখিদের আজ খুশির কলরোল
ছোট্ট শিশুর চঞ্চল প্রাণ,ভূবন উতরোল।
প্রজাপতির পাখায় পাখায় রঙিন আলাপন
নীল ভোমরার গুঞ্জনে কার উদাস হ’ল মন!
বিকেল বেলায় বলাকারা নীল আকাশের গায়
মেঘের সাথে দল বেঁধে যায় উতলা হাওয়ায়।
সন্ধ্যা নামে ধীরে ধীরে দ্বীপে দ্বীপান্তরে---
নীরব রাতের সিগ্ধ-সোহাগ জাগায় এ অন্তরে!!