বন্ধুত্ব:-
রাবিনা খাতুন (দ্বাদশ শ্রেণি,রবীন্দ্র বাংলা বিদ্যালয়,পোর্টব্লেয়ার,আন্দামান,ভারত)


জীবনের পথে বন্ধু অনেক,
আসল বন্ধু ক’জন?
জীবনের পথে বড়ো প্রয়োজন,
একটি বন্ধু সুজন!
বন্ধুকে শুধু বলা যায় সব,
সুখ-দুঃখের কথা।
বন্ধু ছাড়া বুঝবে কে আর,
এই হৃদয়ের ব্যথা!?
সুজন বন্ধু ভুল ক’রে যদি,
দিয়ে যায় মনে ব্যথা।
তবুও কভু  যায় না ভোলা,
সেই বন্ধুর কথা!
শত্রুও হয় প্রিয়জন জেনো,
বন্ধুত্ব’র গুণে---
কেউ বা আবার বন্ধু হারায়,
অপ্রিয় কথা শুনে।
বন্ধু ছাড়া জীবনের মাঝে
সব যেন দিশাহারা!
বন্ধু থাকলে জীবনেই আসে,
আলোর ঝর্ণাধারা!!