এই তো বেশ আছি!
ভাল ছিলাম, কবিতার জন্যেই।
কবিতা ছেড়ে থাকলে যা' হয়,
এ পরীক্ষা বোধ হয় শেষ হ'ল!
কিন্তু ব-কলম বন্ধুরা কোথায়?
তারুণ্য-সংযোগ বিচ্ছিন্ন কেন?
এরা কোথায় গেল?
খুঁজছি সারাক্ষণ।...
বন্ধুহীন ভাল-থাকা আর কি!
তবে,'কবিতার দূয়ার খোলা ছিল'।
তাই আবার ফিরে এলাম।
কিন্তু কবিতা কাছে এল না।
সে দূরে দাঁড়িয়ে,নীরব নিথর
বিষাদে,অভিমানে
তার মলিন মুখ---
এই তো ভাল থাকা!
বড় দুঃসময়!
কবিতা থাকলেই সবাই থাকে।
না হ'লে 'শূন্যতা'!
এই তো ভাল থাকার আর এক নাম!
তবু বিশ্ব-বাংলার পশ্চিমাকাশ থেকে আজও সেদিনের ডাক আসে।
খুব চেনা ডাক...
'কেমন আছেন রইস দা'? সব ভাল তো?'
....ভাল আছি!
রইস দা'।