সত্যিকারের মানুষ নাই আজ সোনার ভারতে
এমন সত্যের পূজারী দেশ কি ছিল বিশ্বজগতে!!?


সত্যরক্ষায় হরিশ্চন্দ্র হারালো তার রাজ্যধন
শ্রীরামচন্দ্র রাজ্য ত্যজি' করিল সত্যপালন।
বলরে ভারত তুই কেন আজ অসত্যের শরণেতে।।?
সত্যিকারের মানুষ---------------------


বেহুলা সতীত্বের গুণে ফিরে পেলো স্বামীর প্রাণ
সাবিত্রী সত্য সাধনায় খন্ডিল কালের বিধান।
সর্বত্যাগী যে দধীচির জন্ম এই ভূ-ভারতে।।
সত্যিকারের মানুষ-----------------


স্বামীজির সে ত্যাগের মন্ত্র বুকে নিয়ে যে সুভাষ
স্বাধীনতার মহান যজ্ঞে অসীম সে আত্ম-বিশ্বাস।
অগ্নিযুদ্ধে গিয়ে সে বীর ফিরল না আর ঘরেতে।।
সত্যিকারের মানুষ---------------------


স্বাধীন সূর্য্য ডুবেছিল মীরজাফরের বরে---
স্বাধীন সূর্য্য উদয় হ'ল বীর সুভাষের তরে।
জয়ের মালা হয়নি পরা নেহেরুর চক্রান্তে।।
সত্যিকারের মানুষ----------------------


সত্যের মান দিয়েছিল জাপান ও জার্মানি
ইঙ্গো-মার্কিণ সেনা তাদের করলো মানহানি।
শিয়াল-পন্ডিত দ্বিখন্ডিত করলো ভারত মাকে।।
সত্যিকারের মানুষ-----------------


রাশিয়াতে নিল শরণ আমাদের নেতাজী
ভারতের ভূত সে সত্যকে জানতে হয় না রাজি।
বীর সুভাষের ভয়ে কাঁপে আজও ভূতের বাপেতে।।
সত্যিকারের মানুষ------------------------


হে রণবীর মহানায়ক আবার এসো ফিরে---
তোমার পথের পানে চেয়ে ভাসি অশ্রু-নীরে।
আজও তুমি বেঁচে আছো আমার মনের মাঝেতে।।
সত্যিকারের মানুষ--------------------------