এমনই শ্রাবণ ছিল সেদিন--
তুমি ছিলে শ্রাবণী,
সময়ের সাথে বেড়ে ওঠা
বাবা-মায়ের আদুরে নন্দিনী।
জীবনের হাসি-কান্না-মান-অভিমান,
বিরহ-বেদনাবিহ্বল প্রেম নিরন্তর।
অন্যদিকে বিষয়-বিষ হ'ল পথের কাঁটা।
সত্য-অসত্য'র সংঘাত,
বিশ্বাস-অবিশ্বাসের মায়াজাল।
কালের আবর্তনে, একদিন ফিরে এল
আলো-আঁধারঘেরা পথের শেষে
শ্রাবণ-শ্রাবণীর জীবনে
বর্ষামুখর আনন্দঘন বাসর-রাত।
রাতের রজনীগন্ধা ছড়িয়ে দিল একরাশ সুগন্ধ!!