আমাদের,
প্রেমগুলো হারিয়ে যায়
নদীগুলো শুকিয়ে যায়
দিনগুলো ফুরিয়ে যায়
পাখিগুলো উড়ে যায়
টাকাগুলো জলে যায়
চুলগুলো ঝরে যায়
স্বপ্নগুলো ভেঙে যায়
সময়গুলো নষ্ট হয়
বিকেলগুলো বিক্রি হয়
সন্ধ্যাগুলো সঙ্গী চায়।


জন্ম বৃথা যায়
শৈশব খোয়া যায়
কৈশোর ধোঁকা খায়
যৌবন হতাশ হয়
তারুণ্য মূর্ছা যায়
মধ্যবয়স টাকা চায়
বার্ধক্য কষ্টে যায়
মৃত্যু দ্রুত হয়
সুখের-সময় অল্প হয়
আমাদের জীবন বৃথা ক্ষয়!