দেখা হলো বছর কয়েক পর
তুমি সামলাচ্ছো অন্য কারো ঘর,
দূরে দাঁড়িয়ে তোমার বাধ্য বর
সিগারেট হাতে আমার গায়ে জ্বর।


বাঁকা চোখে মাপছো আমার দর
দেহের ভিতর ওলোট পালোট ঝড়,
হাসছো তুমি, বেহায়া স্বার্থপর!
হৃদয়ে তোমার ছিলনা সামান্য সবর
দিয়েছো খুঁড়ে আমার প্রেমের কবর।


বলিনি কিছুই, মেনেছি এই হার
সুখের প্রদীপ মেলেনা সবার।