মুসলমান হয়ে জন্ম নিয়েছি
করি আমি অতি গর্ব,
কোরানে তে আছে সকল সত্য
তবে আমি পড়ে কি করবো?
দায়িত্ব যাদের তারাই করুক
এই মহান মর্যাদার কাজ,
মাথা ঘামিয়ে কি আমার লাভ
খামাখা কপালে ভাজ।


ইউটিউব এ তে গুরুজনেরা
বক্তৃতা দেয় শখে,
বক্তৃতা শুনে উৎসাহিত হয়ে
নাচে লাফিয়ে কত লোকে।


নামাজ টা পড়া অতি দরকার
আল্লাহ বলেছেন তাই,
তবে জায়নামাজেও মন বসে না
শুয়ে থাকি আমি তাই।
সকল নামাজ কে আর পড়ে?
হতে পারি না আমি একলা!
তবে সবাই রে কই “নামাজ না পড়লে
নিজেই কিন্তু ঠোকলা!”
জুম্মার দিন নামাজ পড়ি আমি
সেল্ফি তাহার প্রমাণ,
শব-এ-বরাত এর নফল নামাজ রে করি
সব চেয়ে বেশি সম্মান।


ধর্ম আমার অনেক ই আপন
তবে খেতে করি না দ্বিধা,
তেলাপোকা, সাপ, শূকর, বাদুড়,
এবং বৈজ্ঞানিকের মেধা।
কি খেলাম? সব ই ইন্শাল্লাহ ঠিক
সবই আল্লাহর সৃষ্টি,
তবে সুন্নত আবার মেনে চলি আমি
তাই খাওয়ার পর খাই মিষ্টি।


ইদ এর দিন এ ১০টায় উঠি
ছুটি তো পাই না দৈনিক,
বাসায় শুধু মা রেই দেখলাম
বাকি রা মসজিদের সৈনিক।
বাসায় এলো তারা, কোলাকুলি করলাম
সবাই দেখি খুব খুশি,
বড় দের পায়ে সালাম করে বলি
"টাকা টা পকেটে দাও গুঁজি!"


রাস্তায় নারী চালাবে না গাড়ি
ধর্মে নাই যে লেখা,
কত বানর নাকি মানুষ হল
নাই ক তাদের দেখা।
নক্ষত্র জ্বলে আল্লাহর ইশারায়
সৌরজগৎ এর সৌন্দর্য,
বৈজ্ঞানিক রা মানে না কিছুই
বলে সবই নাকি সূর্য।
নিজেদের কে সেয়ানা ভাবে
মনে করে সবই জানে তারা,
শুনি আমি তাদের কথা
জাহান্নামে এ পুরবে যারা!


তবে আমি খুব ভাল, সবার সাথে মিসি
এক মত যারা মোর সাথে,
দুনিয়া টা বিশাল, তাই কি হবে ভেবে
ঘুম হারাম করে রাতে?