যেভাবে শ্রাবনের জলের ধারা
বয়ে যায় ঢালুদিকে
জীবন স্রোত সেভাবেই অনন্তগামী।
অধোগতি পেয়েছে ভাবনার সম্পান।
কখনো ভাটার টানে নগ্ন চড়া জাগে,
বুকে বাজে ভাটিয়ালি গান...


নাগরিক কোলাহল উড়ে যায়,
দু একটি ভাবনা থাকে টিকে।
ভুলে গেছি কত কিছু তার,
সময়ের ডায়েরিতে রাখিনি লিখে...


তবু শুধু একটিমাত্র শব্দ,
একটি মাত্র শব্দ ঘুরে মরে বুকের ভিতর।
তার অব্যক্ত স্পর্শে শিহরিত নিস্তব্ধ চরাচর...


রাজা গুহ
29/07/2021