চিলেকোঠার জন্ম কেন হয়..
যা কিছু অধিক পর্যাপ্ত,
অপ্রয়োজনীয়, দৃষ্টিতে মৃতজীবী
ঘরে যা কিছু বেমানান রয়
যা কিছু গোপন রাখে মহাপৃথিবী
এখানেই বেশ মানানসই হয়..


অর্থাৎ এর সাথে আছে এক
অদ্ভুত গোপনীয়তার যোগাযোগ
এখানে, শুধু এখানে এলেই মনে হয়
ব্যর্থকাম যেন এই জীবন সম্ভোগ
এখানেই, যা কিছু আপন একান্ত গোপন
ভাঙা মুকুরের এপারে দাঁড়িয়ে আমিই
নিজেকে চেনার চেষ্টা করি প্রাণপণ..


এখানেই শুধু এখানেই-
বিকেলের কার্নিশে লাগা কাটা ঘুড়ি
অকারন কিছু কল্পনার ওড়াউড়ি
মেঘমুলুকে হটাৎ নিরুদ্দেশ..


কিছু ছায়া, কিছু মায়া মাখা আলো
ছেড়া কবিতার খাতারা হঠাৎ পথ হারালো
তবুও এক চিলতে ঘর, এই আছি বেশ...


রাজা গুহ
26/07/2021