এই বিকেলবেলার মাটি
বিষাদবেলা পরিপাটি
হলুদ ঘাসে এই নিশ্চিন্ত শয়ান
চলে যাব দূর, ছেড়ে ছায়াবীথি
ফলক লিখবে দুরত্ব বয়ান


বুক পেতে দেওয়া সমাধি পরে
সমসাময়িক কোলাহল
পায়ের কাছে হাঁটু মুড়ে বসা
অপরাধী শব্দদল


পথ ডুবে গেছে
ভেসে গেছে আসা যাওয়া
ছাদের কিনারে একলা বসে
উদাসী বিকেল হাওয়া


তবুও ভাবি তোমার জন্য
আবার জন্ম নেবো
বর্ষা বিকেলে কোনো একদিন
আমার কথাই ভেবো


আসবো ফিরে আমি
এক অচেনা জাতিস্মর
শরীর পাল্টে গেলেও হয়তো
চিনবে গলার স্বর...