মা - মাগো
তোমার জ্বেলে দেওয়া আগুন
আজও যে আমার বুকে -
আজও যে জ্বলছে ধিকি ধিকি ।
সারাটা জীবন কেটে গেলো
শুধু বইতে মুখ গুঁজে
বুঝতে পারিনি ঠিকই
তবু...


মা, আমি তোমার আদিত্য ।
তোমার গনগনে আগুনের আকাশ থেকে
এক টুকরো এই আমি খসে গেছি তারার মত ।
শুয়ে আছি এক অন্ধকার বাংকারে
শুয়ে আছি, শুয়ে আছি, শুয়ে আছি ।
অনেকে মৃত, অনেকে মৃতপ্রায়
চিনিনা কাউকেও
তবু...


মা, এখানে আকাশে আগুন ।
আগুন, আগুন শুধু ধ্বংসের আগুন
আর মাটিতে অবাক অন্ধকার ।
কে মরছে, কে মারছে
কেউ কাউকে চেনে না ।
মানুষের জন্ম , মানুষের মৃত্যু
এভাবে নিয়ন্ত্রণ করা যায় মা - যায়?
এত হিংসা কেন- মা?
কেউ কি বুঝবে না
তবু...


তোমার আদিত্য আমি,
ঠিক সূর্যের মত হবো বলে
এত দূরে মাটির পরে
বাংলার শ্যামলিমা ছেড়ে
কি শিখতে এসেছি আমি - মা?
পাঠক্রম, না মনুষ্যত্ব
নাকি স্বার্থের সহজ শর্ত - হত্যা ।


ফিরে যাবো -
কিন্তু কিভাবে ? আর তারপর ?
তবু.....


রাজা গুহ
06/03/2022