আজ আমায় কেউ প্রশ্ন করো না।
"এই তুমি কেমন আছো?
কেন তোমার মুখ খানি বিষাদে মলিন?"
বরং আমায় প্রশ্ন করতে পারো
"তোমার স্বার্থকতা কোথায় বলোতো?"
আমি কিছু মনে করবো না।


এক সময় খুব ছোট লাগতো নিজেকে
কেউ যদি প্রশ্ন করতো -তোমার স্বার্থকতা কি?
কেন না আমার কোন স্বার্থকতা তো
সত্যিই আমি খুজে পাইনা।
তাই ছোট লাগতো।
কিন্তু আজ সত্যি বলছি
এতটুকু খারাপ লাগে না।
শুধু মনে হয় "দুঃখে যাদের জীবন গড়া
তাদের আবার দুঃখ কিরে???"