লাখো মানুষের ভীড়ে খুজে ফিরি আমি তারে
চলে গেছে সে বহুদূর,
ছিল সে বন্ধু হ"য়ে ভালোবাসা বুকে নিয়ে
চলে গেছে সে বহুদূর
অনাদর আর অবহেলায়, ভাসিয়ে হৃদয়ের ভেলা
চলে গেছে সে বহুদুর।


ক্যাম্পাসের আড্ডার আসরে,
ক্লাসের বেঞ্চে একা বসে
আমি তার পদধ্বনি শুনতে পাই,
বন্ধুদের খেলার ছলে
হৈ হুল্লোরে হাসির আড়ালে
আমি তার দীর্ঘশ্বাস শুনতে পাই।
সে আজ কোথায়।


অবসরে পার্কের মাঠে
গাইতো সে গান গলা ছেড়ে,
ভরে দিত সে মন প্রান।
নিঝুম রাতে  ছাদে বসে
দেখতো সে চাদ অপলক হয়ে
হয়তো খুজতো কোন অজানার খোজ।
আজ সে হারিয়ে গেছে
আধারে দূর অজানায়।


(আমাার খুব কাছের এক বন্ধুর অকাল প্রয়ানের ব্যথায় কাদে আমার হৃদয়। সবাই তার আত্মার মাগফেরাত কামনা করবেন)