এইখানে দু'টি দেহের অস্তিত্ব
একই বিছানায় শায়িত দুটি দেহ,
এক মশারির তলায় আলিঙ্গনে রত;
দু'টি মাংসের দলা।


এইখানে বাস করে সংগমের পরিতৃপ্তি
বাস করে ভোগের নামে লড়াই,
বিশ্বাস দেখি দাড়িয়ে হাসে
যোজন যোজন দূরে থেকে।
দূরত্ব বাড়ে দেহের, তার সাথে মনেরও
এই খানে দ্বিধান্বিত হয় দু'জনে
"আমায় কী সে ভালোবাসে"?


প্রাত্যহিক সাংসারিক কাজে ব্যস্ত দু'জনায়
পাশে বিচরণ করে সন্দেহের ছায়া,
সন্ধ্যারাতে ঘরে ফেরা অতঃপর দু'জনার দিকে
দু'জনার বক্র চাহনি আর সন্দেহের জবাবদিহিতা;
বেড়ে চলে দ্বন্দ বাড়ে অনাস্থার সীমানা।


রাত গভীরে বিছানার পরে শোধ নেয়া,
সমস্ত দিনের দেনা পাওনার হিসেব-
এইখানে ভালোবাসা থাকে না-
পাশাপাশি শুয়ে দুটি সন্দেহের দেয়াল।