ওরে মূর্খের দল,
তোদের কী কোন কালেও হুশ হবে না?
তোরা কী কোন দিনও রঙিন রোদ চশমা,
আর অন্ধ মোহের মায় থেকে
বাইরে আসবি না?


তোরা কতদিন থেকে কেবল
সত্যকে বুড়ো আঙ্গুল দেখিয়ে,
জনতার অস্থি থেকে মজ্জাগুলো
চুষে খাচ্ছিস ! তোদের কী
একমুহুর্তের জন্যেও বুক কাঁপেনা?
ভয় হয় না? একদিন জবাব দিতে হবে।


তোদের সম্মুখে চাপরাশি থেকে শুরু হয়ে,
এ.সি. কেবিনের মোটা ভুড়িওয়ালা-
অফিসার পর্যন্ত গরীবের রক্ত চুষছে!
তোদের সম্মুখে চিত্রা কিংবা রেহানার  
লজ্জাহরণ করছে হায়েনার দল !
তরুনের হাতে খেলা করছে ইয়াবা অথবা
একে ৪৭ রাইফেল; তোরা নিঃশ্চুপ।


বৃদ্ধা মায়ের সন্তানহারা বিলাপ
আজ তোদের কানে পল্লীগীতির সুর মনে হয়?
রাজপথে রক্তের দাগ কী তোদের
নব বধূর হাতের মেহেদীর রং মনে হয়?
নাকি দালালির নূন খেয়ে
তোরা দালালদের গুণ গাইতেই ব্যস্ত?


ওরে মূর্খের দল; মনে রাখিস
একদিন জনতার কাতারে তোকেও দাঁড়াতে হবে।