আমার অপারগতা দেখে
তোমরা যারা হাসো,
তাদের জানাই স্ব-শ্রদ্ধ সালাম।
সত‌্যি বলছি, আমার কোন
ক্ষোভ নেই, নেই অভিমান।
আমি অনুপ্রাণিত হই তোমাদের
হাসির কলরবে,
অনুপ্রাণিত হই অপারগতা মুছতে।


আমার সীমাবদ্ধতা দেখে,
তোমরা যারা ভ্রুকুটি করো-
তাদের জন্য হৃদয় গহীন হতে
শুভকামনা- অভিনন্দন।
তোমাদের ভ্রুকুটি হতে
আমি অসীমের হাতছানি পাই,
আমি ছুটে চলার পথ খুঁজি।


আমার অপারগতা আর সীমাবদ্ধতা
যখন এক সুতোয় বাধা পড়ে,
যখন সম্ভাবনাগুলো হুমড়ি খেয়ে পড়ে-
আমার অগ্র কিংবা পশ্চাতে
আমি তখন ঝড়া বকুলের মতন,
কুড়িয়ে ফিরি আমার ব্যর্থতা গুলো-


আর কুড়িয়ে আনা কুটোগুলোয়
সাজাই আমার অনাহুত ভবিষ্যত,
আমার দুঃস্বপ্নগুলো বাসা বাধে
নতুন বৃক্ষশাখে-
নতুন করে সাজিয়ে তোলে
ওদের আবাস-ওদের চলার পথ ।


তোমাদের শুভকামনা।