আমায় নির্বাসন দাও,
আমি নির্বাসিত হতে চাই !
আমি নির্বাসন চাই এই মাটি থেকে,
যে মাটিতে আজ পাপ বাসা বেধেছে ;
যে মাটিতে এখনো লেগে থাকে রক্তের দাগ;
আমি নির্বাসিত চাই এই সমাজ থেকে
যে সমাজে এখনও দোরড়ার আঘাতে প্রাণ যায়।
সমাজে ভাই মরে ভাইয়ের হাতে;
আমি নির্বাসন চাই এই ভৌগলিক সীমা থেকে ;
যেখানে শিশুর গুড়ো দুধে মেশানো হয় পশুর হাড়ের গুড়ো
যেখানে সংবিধানের নামে চলে নেতৃতে-নেতৃতে গালাগালি।


আমি নির্বাসিত হতে চাই; এমন এক মাটিতে
যেখানে কৃষকের আনন্দ অশ্রু আর সোনালীধান
একই সাথে দোলা খায় ।


সেই সমাজে যেখানে,
পিতার হাত ধরে পুত্র চলেছে মসজিদ পানে ;
সেই ভৌগলিক সীমায় নির্বাসন চাই
যেখানে একমুঠো ধান বিনিময় হবে ,
এক চিলতে হাসির বিনিময়ে -
আমায় নির্বাসন দাও
আজ আমি নির্বাসন চাই
নইলে ফিরিয়ে দাও আমার
স্বপ্নের দেশ আমার উজ্জল আগামী।