এক গ্লাস দুধ, ডিম সিদ্ধ আস্তা;
প্রতিদিন সকালে এই আমার নাস্তা।
দুপুর বেলা রোজই খাই,
হাতের কাছে যা যা পাই!
ক্ষিধের পেটে সবই সয়,
অথবা নিতান্ত খেতে হবে তাই।


রাতের বেলা ভূড়ি ভোজ!
আয়েশ করে খাই রোজ;
ভুনা খিচুড়ি বা তেহারী,
মাঝে মাঝে তন্দুল আর নেহাড়ী।


বদ হজমের ভয়? প্রশ্নই নাই
তিন বছরের বেকার ভাই,
সবই সয় সওয়ালে
সকাল দুপুর কি বিকালে।
ভয় নাই মরবো না;
গরীবের মরণ তাড়াতাড়ি হয় না।
ভালো আছি ভালো খাই
আর কোন টেনশান নাই।


03-02-2011