কথার কথা কেউ যদি বলে বসে,
ভয়ানক রাগ লাগে!
ইচ্ছ করে------------।
কেন রে ভাই হাসিখুশি আনন্দের মাঝে
কথার কথা এনে পরিবেশ নষ্ট করবি?
কী মজা পাস?!
তবুও বলে যায়- অসহ্য!


সেদিন হাটতে হাটতে মনির বললো
"ধর যদি আমি এখন ঐ বাসের নীচে চলে যাই!"
থমকে দাড়ালাম-ধমকে দিলাম-
অমনি দাঁত কেলিয়ে
হেসে বলে- "কথার কথা"।


সেদিন পিয়া বলছিল যেতে যেতে (বিদায় নিতে)
"ধরো আর যদি দেখা না হয়"
কেঁদে ফেললাম - অভিমানে! ভয়ে!
চোখ নামিয়ে মৃদু হেসে সেও বলে-
"আরে কথার কথা"


আজ শুনি সত্যি সত্যি মনির নেই;
পিয়ার ঠিকানাও আমি হারিয়ে ফেলেছি;
শুধু কানে বেজে উঠে দুটি উচ্চারণ
কথার কথা॥
কথার কথা॥
03-02-2011