অনাকাঙ্খিত ভাবে পরিচয়;
অতঃপর ভালোলাগা দু'জনাতে,
এবং প্রেম।
কোন একদিনের কথোপকথনে,
দুটি হৃদয়ের আরও কাছে আসা।
স্পন্দিত হয় দুটি হৃদপিন্ড
স্পর্শে চুম্বনে অবশেষে সংগমে।


কোন এক পড়ন্ত বিকেলে
ওরা আবিষ্কার করে,
এদের মধ্যকার দুস্তর ব্যবধান;
আবিষ্কার করে ওরা কেবল
সময়ের স্রোতে ভেসে যাওয়া!
যৌবনের উদ্দামতায় সাতড়ে চলা;
দুটি বুনোহাস।


যাদের ঘর হয়  না;
সংসার বলে কিছু থাকেনা;
সন্ধ্যার আকাশের মৃয়মান
সূর্য্যালোকের মতনই ধীরে আরও ধীরে
অন্ধকারে তলিয়ে যাওয়া।


এভাবেই সম্পূর্ণ হয়,
অস্পুর্ণ দুটি অস্তিত্বের;
অসমাপ্ত ছূটে চলা।
অনাকাঙ্খিত অথচ স্মৃতিময়
কিছু মুহুর্তের মালাগাঁথা।


১৫-০৫-২০১৪