আমি আর আমার একাকীত্ব যখন;
একই ছাদের তলায়;
একই বিছানায় গড়াগড়ি করি,
খুব ইচ্ছে করে সারাটি জীবন তাঁকে আঁকড়ে থাকি।


ঠিক তখনই পর্দা ঠেলে
রূপালী জোছনা আমায় স্নান করায়
তার উজ্জলতায়!
তখন মনে হয় কেন এই বেঁচে থাকা।
বুকের পাঁজর দুমড়ে মুচড়ে
এক দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে।
বুকটা হালকা অনুভূত হয়;
কিন্তু কতক্ষণ?