নগ্ন পায়ে হেঁটে যাও তুমি
আমার গহীন মনের উদ্যানে;
সুরভিত গোলাপ তোমায় উদ্বেলিত করে;
শিশির কনা ভিজিয়ে দেয় তোমার পা;
ছোট পাখি কলরব তোলে তোমার আগমনে!
টের পাও তুমি? তাদের স্পন্দনে কার নাম?
বোঝো তুমি তাদের কন্ঠে কিসের বারতা?


নগ্ন পায়ে মাড়িয়ে যাও তুমি সবুজ উদ্যান,
মাথার উপড়ে নীলাকাশ; কখনো
মেঘ ছোটাছুটি খেলা কখনো চমকিত বিদ‌্যুৎ!
বুঝতে কী পারো কার আগমনে ওরা উদ্ভাসিত?
কার বেদনায় ঝড়ায় বৃষ্টি কনা?


নগ্ন পায়ে হেঁটে যাও তুমি
আমার বুকে, আমার অস্তিত্বে!
হৃদয় কেঁদে উঠে কখনো হয় পুলকিত,
কখনো চৌচির হয়ে যায় মন বিষন্নতায়।
জানতে ইচ্ছে জাগে না কার তরে এ আবেদন!
কার বেদনায় নীল হয়ে যায় আমার নয়ন?


তোমার চঞ্চল পদচারনায়
যখন মুখরিত আমার অগ্র কি পশ্চাৎ
তখন দেখি তুমি
লাল বেনারসী গায়ে
কপালে লাল টিপে
অন্য কোন আঙ্গিনায়
দূরে বহুদূরে।


১৫.১২.২০১২