এতটুকুই চাওয়া তোমার কাছে;
এতটুকুই প্রত্যাশা।
ছোট ছোট কথার ফাঁকে,
লজ্জাভরা দুষ্টু হাসিতে,
ভালবাসবে আমায় আপন করে।
এতটুকুই প্রত্যাশা তোমার কাছে;
এতটুকুই আনন্দ;
চঞ্চলতায় পথে চলা,
কথা না বলেও কথা বলা।


মাঝে কখনও একটু ফিরে চাওয়া আমার পানে;


এতটুকুই দুর্বলতা তোমার প্রতি
এতটুকুই বিষন্নতা,
তোমার ছায়ায় সুখের পৃথিবী গড়া
তোমার হাসিতে উচ্ছসিত হওয়া,
চোখে চোখ পড়তেই নিজেকে আড়াল করা।