আর কখনো বলবো না ভালবাসি;
আর কখনো বলবো না তোমাকে প্রয়োজন আমার;
আর কখনো বলবো না তুমি আমার একান্ত আপন;


এখন থেকে আমার অনুভূতি লিখা হবে স্মৃতির পাতায়
আমার স্বপ্নেরা ঘুম ভাঙাবে নিঃশব্দ রাতে ঘোর অমাবস্যায়।
এখন আমার ভালবাসা হাতড়ে নেবে
বিরহের সবটুকু স্বাদ।


আর কখনো বলবো না " কাছে এসো"
আর কখনো বলবো না "তোমায় বলবো বলে শব্দমালা সাজিয়েছি"
আর কখনো বলবো না "একটু দাড়াও, কথা আছে "


এখন আমার কথা হবে রাত জাগা ডাহুকের সাথে;
আমার বর্ণমালা বুঝে নেবে ভোরের শিশির-ঝরা বকুল,
এখন আমার কথা হবে ঝি ঝি-র সাথে একাকী নিরবে।


আর কখনো চেয়ে থাকবো না অনিশ্চতের পথে
আর কখনো চেয়ে থাকবো না যে পথে গিয়েছো তুমি
আর কখনো চেয়ে থাকবো না যে পথে ফিরবে তুমি।


আমার চেয়ে থাকা হবে খোলা আকাশের শত
তারকা রাশির পানে, চেয়ে দেখবো মেঘের আড়ালে
চাঁদ ডুবে গেলে পৃথীবিতে কেমন বিষাদ নেমে আসে।


আর কখনো বলবো না ভালবাসি
আর চেয়ে রইবো না অনিশ্চিতের পথে
যে পথে ডেকেছিলে তুমি।


০৫-০৭-২০০৯