এখন সবকিছুই প্রহসন মনে হয়;
মনে হয় কোন সত্যকে গোপন করার,
প্রয়াসেই সবাই যেন ব্যস্ত;
সূর্যোদয়ের প্রথম  কিরণ মনে হয়
গতরাতের দুঃস্বপ্নকে ভুলিয়ে দিতেই ছড়ায়।
চাঁদের আলো প্রতিভাত হয় যেন
নিচ্ছিদ্র অন্ধকারের ভয় ভেঙ্গে দিতে
একি প্রহসন নয়?


তোমার ঐ হাসির আড়ালে কী যেন
লুকায়িত থেকে যায়, ঐ চোখের চাহনিতে
কোন সত্যতা বা আশার আভাস মেলে না;
তোমার ঐ খোলা চুলে কিংবা
নিটোল পায়ের রিনিকঝিনিকে
কোন স্পষ্ট বার্তা খুঁজে পাই না।


কেবলই মনে হয় গভীর কোন সত্যকে
আমার চোখের আড়ালে রাখার এক
ব্যর্থ চেষ্টায় রত
একি প্রহসন নয়!!