খুব ছোট একটি কথা:
কী স্পষ্ট আর সহজ করে তুমি
বলে চলে গেলে, "ভুলে যেও"
অনেকটা দায় সারা ভাবে
অথবা তাচ্ছিল‌্যের স্বরে বলে গেলে!
ভুলে যেও-


ভুলে যাবো-
হয়তো ভুলে যাবো তোমার মুখের গড়ন
তোমার ফোন নম্বর এবং ঠিকানা
কোন মহল্লা বা কত নম্বর বাসা
সবভুলে যাবো আমি


তুমি কি পারবে?
পাশাপাশি বসে খোলামাঠে হিমেল বাতাসে
সূর্যাস্তের আলোছায়ায় নিশ্চুপ বসে থাকা
ক্লান্ত বিকেলে রিহার্সেল শেষে
বাড়ি ফেরা।
আমার কন্ঠে বিরহী সুর শুনে
মুগ্ধ চোখে চেয়ে থাকা!


পারবে কী ভুলতে?