কবিতায় নাকি মানুষের ভেতরের
অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে;
কখনো বিদ্রোহ, কখনো বা প্রেম
কখনো কষ্ট আবার কখনো স্নেহের কথা বলে।


যখনই আমি লিখতে বসি!
তখন কাগজে প্রকাশিত হয়,
আমার অ-প্রাপ্তির কিছ কথন
কেউ কেউ পড়ে মন্তব্য ছুড়ে দেয়;
কেউ কেউ সমালোচনা করেন;
তাদের থেকে একটা বিষয়ই প্রতিফলিত হয়
আমি নাকি দুঃখ বিলাসি
দুঃখকে সযতনে লালন করি।


কিন্তু মনে হয় আমি স্বপ্নবাদী;
স্বপ্ন দেখতে ভালোবাসি।
মাঝে মাঝে শুনে থাকি প্রিয় বন্ধুর কাছে,
গত রাতে আমি কেঁদেছিলাম অথবা
তীব্র প্রতিবাদ করেছিলাম, নয়তো
প্রিয়তমার উদ্দেশ্যে গোঙ্গানীর মতো
উচ্চারণ করেছিলাম
"ভালোবাসি"