আমিতে বেঁচে আছি;
হাত নাড়ছি পা চালাচ্ছি
বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি।
চিৎকার করে জানান দিচ্ছি আমার অস্তিত্ব;
আমিতো বেঁচেই আছি।


ভয় পেলে হৃদপিণ্ডের স্পন্দন বেড়ে যায় ,
উত্তেজনায় লোমগুলো দাড়িয়ে যায়,
জেগে যখন উঠি তখন নতুন মনে হয় পৃথিবী
হ্যাঁ এইতো আমি বেঁচে আছি।


আমি বেঁচে আছি কেননা;
সবুজ দেখলে ছুটে যেতে ইচ্ছে করে
মেঘ দেখলে ইচ্ছে করে স্নান করি
ফুল ফুঁটলে ইচ্ছে করে সৌরভ নিই;
আমি বেঁচেইতো আছি-নইলে
ক্ষুধা পেলে আমি এতো খাই কেনো?
তৃষ্ণায় কেনো গলা শুকিয়ে আসে
বেদনায় দুচোখে নেমে আসে জল;


আমার বেঁচে থাকার প্রমাণ
এই আমার স্পষ্টাক্ষরে কবিতা লেখা;
প্রিয় মানুষটির হাসি দেখে পুলকিত হওয়া
একান্তে খুব নিশিথে কাছে পাওয়ার সাধ;
আমি আর যাই হোক
বেঁচেতো আছি।


২১.০৫.২০০৯