তুমি আসবে বলে আকাশ কেঁদে যায়
কাঁদে ঝরাপাতা ঝাউবন;
তুমি আসবে বলে প্রজাপতি পাখা মেলে
পাখা মেল চিল; দুরন্ত যৌবন।


তুমি আসবে বলে স্বপ্ন সাজায় মন;
গান করে, ছবি আঁকে, তোলে আলোড়ন;
তুমি আসবে বলে, পাহাড় কাঁদে খেলা করে
প্রকৃতি পাতা ঝড়ায়-ফুল ফোঁটে সাজায় মনের মতন।


কেবল তুমি আসবে বলে রক্তিম হয় আকাশ
নদী তোলে ঢেউ শিউলী ফোঁটে আধারে।


তুমি এসো শ্মশানের নীরবতা ভেঙ্গে
তুমি এসো হাওয়ায় ঝড় তুলে
তুমি এসো প্রজাপতির পাখায়
নবান্নে নতুবা বসন্তের রাঙানো ফুলে ফুলে
কামনার ঢেউ তুলে
তুমি এসো।


২৬.০৫.২০০৯