একটু এসে মন ছুঁয়ে যাও প্রাণ ছুঁয়ে যাও নিরবে
এসো তুমি সঙ্গোপনে নিচ্ছিদ্র নিরবতায়।
আমার মনের কোণে; একটু এসে
নাও জড়িয়ে তোমার আলঙ্গনে তোমার নয়ন কোণে।
দাও পরশ তোমার স্পর্শের চিবুক কিংবা ঠোঁটে।
আমায় দাও শীতলতা গ্রীষ্মের দাবদাহে
উষ্ণতা দাও পৌষ মাসে তোমার আলিঙ্গনে;
একটু এসে হাতটি রাখো আমার বুকের মাঝে
স্পন্দনে বুঝে নাও অস্তিত্ব তোমার
মনের গহীন বনে যাও ছুঁয়ে যাও
অনুভূতি স্বপ্ন জলে ছিলো যা আঁকা
দাও শিহরন রূপে তোমার একটু এসে কাছে।
আমায় এসে নাও ফিরিয়ে স্মৃতির অতল তলে
যেই স্মৃতিতে তুমি ছিলে স্বপ্ন ছিল
আনন্দের সুর ছিলো দুটি হৃদয় জুড়ে;
কন্ঠে ছিল সেই কবিতা ভালোবাসার ছন্দে গাথা
উচ্চারিত প্রতিটি ধ্বনি এখনো যায় ছুয়ে
"ভালোবাসি-ভালোবাসি-ভালোবাসি"
একটু এসে যাও শুধায়ে প্রিয়
ভালোবাসি তোমাকে।


০৮.০৪.২০০৯