কখনো কি দেখেছো তুমি, পাতা ঝড়ার বেদনায়
কেমন ম্লান হয়ে যায় সবুজ পৃথিবী;
কখনো কি দেখেছো, নিঃশব্দে ঝড়ে পড়া
গোলাপের-শিউলীর যন্ত্রণা;
দেখেছো কি কখনো খসে পড়া টিকটিকির লেজের
যন্ত্রণায কাতর দাপাদাপি;
দেখোনি হয়তো, যেমন তোমার চোখে পড়েনি
হঠাৎ শুরু হওয়া দমকা বাহতাসের তাণ্ডব।
যেমন তোমার হৃদয়ে নাড়া দেয়নি
তোমার জন্য আমার মনের অস্থিরতা।
হয়তো কখনো বুঝবেও না, তোমার মলিন মুখ
আমার পৃথিবীকে বিষাদে ঘন করে দেয়
আবার যখন হাসো তুমি, উন্মাতাল হাওয়ায়
দোলা দেয় আমার সমস্ত অনুভূতি।
দেখেছো কি তুমি সন্ধ্যার আলোছায়ায়
কত বোদনা লুকিয়ে থাকে?
ঘরে ফেরা পাখিদের ডানায়
কত যন্ত্রনা ঝরে ঝরে পড়ে;
কখনো শুনেছো কি তুমি
পথহারা কোন যাযাবর পাখির
ঘরে ফেরার আহবানে দুরন্ত ক্রন্দন
শুনেছো কি তুমি নিঃসঙ্গ রাতে
বন বিথারে ঝি ঝি-দের ডাকে কেমন
শোকের মাতম ভেসে বেড়ায়?
দেখতে পাওনি বিরহী এক মানুষের
চোখের পাতায় কত রং ভেসে বেড়ায়
শোননি তার দীর্ঘশ্বাসে কত
বিশাল পাহাড় ভাঙ্গার শব্দ।