এলোমেলো কথা ভাবে মন
শেষ হবে কখন প্রতীক্ষার ক্ষণ,
চাও যদি তুমি বৃষ্টি হবে এই আকাশেতে
মেঘেরা কথা কইবে বর্ষনে
চাও যদি জোছনায় স্নাত হবে পৃথিবী
এই মাটি স্নান করবে সেই জোছনায়।


নির্জনে মন চায় ভালবাসতে তোমায়
শেষ হবেনা রাত এ হৃদয় না যদি চায়
কবিতার পাতারা কেদে যাবে নিঃশব্দে
সুর ও ছন্দগুলো উদ্বেলিত হবে না যেনো;
তুমি আছো আমি আছি
হৃদয়েতে মাখামাখি
ফুলেরা দেখে আনন্দে মেতেছে
উড়ছে প্রজাপতি।


রাত জেগেছে আজ নিঝুম আধারে
নদী বইছ ধীর লয়ে
নেই তুমি তাইতো পাশে
আজো তোমায় খুজি
অন্ধকার হাতড়ে ফিরে পেতে চাই
তোমার স্পর্শে জেগে থাকা রাত্রি
উচ্ছল হতে চাই তোমার আলিঙ্গনে।


০৫.০১.২০০৭