আঁধার রাতের শেষে জানি এক চিলতে রোদ উঠবেই
কুয়াশার ঘনত্ব মুছে দেবে সূর্য্য কিরণ
নুপুর পায়ে কিশোরীর দল ঘাটের পানে ছুটে যাবে
রাখালের দল বেঁধে মাঠে যাওয়া থেমে থাকবে না।
তবে আমি কেনো থেমে যাবো?
নিঃসঙ্গতায় কাটাবো নিদ্রাহীন সারারাত!
পৃথিবীর আবর্তে প্রকৃতির বদলে যাওয়া
ঘাস ফুলে ছেয়ে যাওয়া বিশাল মাঠ
মৌমাছিদের দুরন্ত ছুটে যাওয়া মধু অন্বেষনে
পাখিদের কলরব সবুজ গাছে গাছে
কিছূইতো থেতে থাকেনি-থামেনিতো পদচারনা
অনাহুত পথিকের নতুন শহরের পথে
আমি কেনো তবে থেমে যাবো-জীবন চলার পথে?


কিছুটা দুঃস্বপ্নের কিছুটা অনাকাঙ্খিত অবহেলায়
রুদ্ধ হয়েছিল সম্ভাবনার দুয়ার সেই দুয়ারের
মরচে পড়া কব্জা ভেঙ্গে আলোর দিকে ছুটে যেতে
কেনো তবে ভায় পাবো-কেনো হতাশায়
মুখ থুবড়ে পড়ে থাকবো?


হে বিশাল পৃথিবী-হে উদার প্রকৃতি
আমায় তুমি গ্রহণ করো-আমায় দাও শক্তি
দুঃস্বপ্নের মায়াজালে আর থাকবোনা বন্ধ
আর হবোনা নিরাশায় কাতর
শুরু হবে নতুন উদ্দামতায় নতুন পদযাত্রা।
এই আমার অঙ্গীকার।


১৫.০৩.২০০৯