চঞ্চলা মেয়ে;
তোমার ঐ চঞ্চল চোখ দিয়ে আর ডেকোনা
চেয়ে থেকোনা অপলক এই আমার পানে
দিওনা কোন আশ্বাস নিরাশার মায়াজালে
ডেকোনা আর কোন নাম ধরে।
তুমিতো জানবে না-চাইবেনা বুঝতে
তোমার ঔ চোখের গভীরতায় আমি হারিয়ে যাই
আমাতে আমি খুঁজে পাই না, নিজের অস্তিত্ব
মাঝে মাঝে বিলীন হয় দূর কোন অজানায়।
ও মেয়ে তোমার দৃষ্টির সীমানায় কিসের বিচ্চুরন?
কিসেই নেশা আমায় এতো উতলা করে দেয়!
তোমার গভীর মমতা মাখা মুখে
দুষ্টুমির হাসিতে কিসের যাদু
কিসের হাতছানি বুঝিনাতো আমি।


একি প্রেম নাকি ক্ষণিকের আকর্ষন
নাকি সময়ের তালে তালে অসময় এর যাত্রা।
বিকেলের মিষ্টি রোদে যখন দাড়াই
কোমল পরশে এক অনুভূতি খেলা করো দেহে মনে
ঠিক তেমনি অনুভব হয় যখন তুমি এসে দাড়াও পাশে
হাত বুলিয়ে দাও তুমি আমার মুখে বুকে।
তোমার চলার পথে বাঁজে নুপুরের রিনিঝিনি সুর
ছন্দে ছন্দো আন্দোলিত হয় আমার পৃথিবী।
হে চঞ্চলা মেয়ে আমার হৃদয় মাঝে
তেমনি হয়ে থেকো ছন্দে ভরিয়ে দিও পৃথিবী
এই মিনতি তোমার দুয়ারে তোমার ভালোবাসার কাছে।


১০.০৮.২০০৯