সেদিন শিশির ঝড়েছিল খুব
ভোরের আলো ফোঁটার আগেই
পথে নেমেছিলাম;
লক্ষ্য ছিলোনা জানা-পথও চেনা নয়
যখন আলো ফুটলো চোখে পড়লো
দুর্বাঘাসে ফুল ফুটেছে
চিকমিক করছে শিশির পরশে
সামনে অচেনা গ্রাম-অচেনা জনপথ
লক্ষ্য ছিলনা জানা -আমি হেঁটেছি।
দুপুর গড়িয়ে প্রায় বিকেল
পাড়ি দিয়ছি অনেকটা; কোথাও থেমেছি
কোথাও বিশ্রামের ফাঁকে অচেনা লোকের
প্রশ্নাঘাতে বিদ্ধ হয়েছি-ছিলাম নিরব
কেননা, লক্ষ্য ছিলোনা জানা আমি সয়েছি।


সন্ধ্যার সাথে পথ ঘাট সব কুয়াশায় ঢাকা
দূরে দেখেছি মৃদু আলোর ঝলক
ভীনদেশী পাখিদের ডেকে ডেকে উড়ে যাওয়া
রাখালের ঘরে ফেরা আমারই হলোনা
কোথাও ফেরা; কেননা
লক্ষ্য ছিলো না জানা পথ ছিল অচেনা।


০৭.০৩.২০০৯