চোখ বলে ভালোবাসবো,
একেবারে আপন করে মনের মনিকোঠায়
স্বজতনে রেখে দেবো সারাটি জীবন।
মন বলে ভিন্ন কথা, ভিন্ন সুরে,
বাস্তবতাকে সামনে রেখে।
বলে কোথায় রাখবে তোমার আকাঙ্খাকে,
কোন হৃদয়ে? কেবল ভুলের আবর্জনা
স্তুপ হয়ে আছে যেখানে,
নাকি যে হৃদয়ে রয়েছে রক্তজবার মতো
আলোকিত সূর্যের আভা।


হৃদয়খানি অনেক আগেই মরে গেছে।
নিজ হাতে তাকে এই সহজ, সুন্দর,
আনন্দময় পৃথিবী হতে বিদায় করে দিয়েছি।
কোন স্বার্থে তা জানা নেই। এ
তো পাপ নিয়ে কিসের যৌবন, প্রেম ভালোবাসা!


শরতের বিকেল বেলায় নৌকোয় করে
নদীর দূ'কূলের ঘন কাশের মাথায়
বাতাসের ঢেউ খেলানোর সুন্দর মুহুর্তগুলো
আর ফিরে পাবো না,
মায়ের স্নেহ মাথা হাতের কোমল স্পর্শ
কতদিন ধরে খুজেঁ ফিরছ, তাও জানিনা,
কেন যে নিজেকে এমন ভাঙ্গনের খেলায় জড়িয়ে ফেললাম?


০০.০০.২০০৭