1.
একটি ক্লান্ত দুপুরের কথা বলছি
এক পথিকের কথা বলছি
যার দুচোখে ছিল রঙিন স্বপ্ন
কৈশোরের চঞ্চলতা পেড়িয়ে সদ্য
নতুন উদ্দামতায় যার ছিল শুভযাত্রা
হৃদয়ে তার ছিলো আকর্ষন অনাগত
উজ্জল সম্ভাবনার, সমৃদ্ধির আর ভালোবাসার
রক্তে ছিল তীব্র নেশা জয় করার
প্রতিটি বাকে প্রতিটি কোনে লুকায়িত হতাশার
একজন যুবকের কথা বলছি একজন মানুষের কথা বলছি
রাতের নিঃসঙ্গ নিরবতা যার ভয় ছিল না;
স্বপ্ন দেখেত কোন বাধা ছিলনা
ছিলনা দ্বিধা মনে
সেই মানুষটির কথা বলছি--


অসমাপ্ত


2.


বৃষ্টি দেখলেই আমার মনে পড়ে
প্রিয় বাড়িটির কথা
মনে পড়ে উঠোনের পাশে একটি
শিউলি ফুলের গাছ
মনে পড়ে গাছের ডালে ডালে
কাঠবেড়ালীর দৌড়ঝাপ
যেখানে কেটেছে আমার শৈশব
খুব বেশি মনে পড়ে সেই পোড়া বাড়ী


অসমাপ্ত


3.
কিছু কথা লুকানো ছিলো হৃদয়ের গহনতায়
তোমায় বলবো বলে অপেক্ষায় ছিলাম
কিছু দেবার ছিল ভালোবেসে; যত্ন করে
রেখেছিলাম প্রস্তুতি ছাড়া কোন এক বিকেলে
চেয়েছিলাম সাজাবো তোমায়
ছবি করে ধরে রাখতে মনের ক্যানভাসে
কিছু অনুভূতি ছিলো তোমায় দেবার
উন্মত্ততায়, স্নেহে কিংবা অভিমানে।
অপেক্ষায় থেকেছি কখন বলবে এসে
আমি এসেছি
অপেক্ষায় ছিলাম, কখন রাখবে হাত
প্রেমের পরশে আমার মুখে আমার বুকে।
নিদ্রাহীন প্রহর কাটিয়েছি কখন এসে তুমি
বিলি কেটে দেবে চুলে


অসমাপ্ত