নিস্তব্ধ অন্ধকার চারদিকে
পৃথিবী যেনো আপন ইচ্ছে মতন
ঢেকে রেখেছে ঐ চাঁদটাকে
ঘন অন্ধকারে পৃথিবীর কোথাও নেই কোন কোলাহল
নেই হৈ চৈ নেই কারো পদচারনা।


দূরের কোন মন্দির থেকে ভেসে আসছে
মধ্য রাতের ঘন্টাধ্বনি
সময় পেরিয়ে পূর্ব দিগন্তে সূর্য্য উঠবে
তার আপন আলোয় আলোকিত হবে;
পাখি গাইবে, ফুল ফুটবে, নদী বয়ে যাও,
এমনইতো হয় এই পৃথিবীর বুকে।
এমন করেই চলবে পৃথিবী
তবুও কেনো যেনো মানতে পারিনা
পৃথিবীর এই নিষ্ঠুর নিয়ম।


সবই ঠিক থাকবে, আপন গতিতে ছুটবে সবই
সন্তান হারা মায়ের আহাজারি,
স্ত্রী হারা স্বামীর বেদনার্ত চিৎকার
আর প্রেয়সী হারা প্রেমিকের হৃদয়ের ব্যকুলতা।


ঘরের মেঝেতে শোভা বৃদ্ধির জন্য বিছানো
কার্পেটটি পড়ে থাকবে আগের মতোই,
কোনটাতে গীটারটা পড়ে থাকবে
যার তারগুলো ছেঁড়া
আর বাজবেনা কোনদিন, কেঁদে কেঁদে বলে যাবেনা
হৃদয়ের ব্যাথাগুলো।
এ্যাকোরিয়ামের স্বচ্ছ পানিতে
গোল্ডফিশ আর ব্ল্যাক এ্যান্জেলের সাঁতার কাটা
সবই ঠিক থাকবে।


নদীর শান্তজল ছুঁয়ে যাবে দূ'কুল,
বিশাল সমূদ্রের ভয়ার্ত গর্জন,
বৃক্ষ আর তরুলতার আপন মনে
প্রকৃতিকে সাজানোর খেলা।


শুধু থাকবোনা আমি
চলে যাবো জীবনের চিরস্থায়ী ঠিকানায়,
শুধু রেখে যাবো কিছু সত্য, সুন্দর
আর ছোট একটু স্মৃতি
তোমার হৃদয়ের পাতায়।
ভুলে যেওনা, এতটুকু চাওয়া
এই ভবঘুরে হৃদয়ের
তোমার কাছে।


২৩.০২.২০০০