এতদিন পর তুমি এলে
তুমি এলে চোখের তারায়,
এতোদিন পর তুমি এলে
আমার জীবনের একটি সত্য হয়ে।
তুমি এলে এমন সময় যখন
গাছে গাছে সবুজ পাতা নেই
আছে শুকনো রুক্ষ পাতা।
তুমি এলে জীবনের শেষ মুহুর্তে
যখন মানুষ নামের জীবের
মৃত‌্যুর জন্য প্রতীক্ষা করতে হয়।
নজরূলের মতো বলতে ইচ্ছে করছে
"যখন দূরে থাকো অতি কাছে পেতে চায় মন
আর যখন কাছে থাকো তখন বোঝা মনে হয়।"


কিন্তু যখন জীবনের আশা ছিল
স্বপ্ন ছিল দুচোখ জুড়ে, তখন তুমি আসোনি,
এলেই যদি কেনো এতদিন পর?
কেন এলে এই  বেলায়
বসে আছি একা, নিঃসঙ্গ ও নিদ্রহীন।


২৯.০৮.২০০০