সারাদিনের ক্লান্তি শেষে যখন একটু বিশ্রামের আশায়
বিছানায় এলিয়ে দিই এই ক্লান্ত দেহখানি,
চোখ দুটি বুঁজে আসে গভীর অবষাদে
চায় এ মন একটু শীতল, ক্লান্তিহীন রজনী।


কিন্তু চোখ বুজলেই হৃদয়ে বইতে থাকে রক্তক্ষরণ
মনে পড়ে তোমার কথা, তোমার স্পর্শ
মনে পড়ে তোমার সাথে প্রথম দেখার মুহুর্ত।


তোমার কি মনে পড়ে তেমনি করে এই দীর্ঘ নিদ্রাহীন রজনীতে
একগুচ্ছ লাল গোলাপের মাঝ থেকে একটি কলি
যা ছিলো সদ্য ফুটন্ত হাতে দিয়ে বলেছিলে
"ফুল যেমন ফোটে ভ্রোমরের সাথে খেলা করার জন্য
তেমনি করে তোমার জন্য আমার অস্তিত্ব এই ভূবনে"


ভাবতেও পারিনি বাতাসের তালে তালে দোল খাওয়া
গোলাপ আর ভ্রমরের খেলার মতো
আমিও খেলার সামগ্রী হয়ে তোমার হাতে ধরা দিয়েছি


তোমাকে ভালোবাসি, ভালোবাসি এই কথাই
আমার হৃদয় মাঝে দোলা দেয় দিন রাত্রি।
ভুল করে যে কাঁচ তুলে নিয়েছিলাম বুকে
সেই কাঁচ আমার রক্তক্ষরণ করছে দিবাযামি
ভুলবো কেমন করে বলো তোমার স্মৃতি
তোমার কথা, তোমার স্পর্শ
বলে যেও ওগো
বন্ধু।